শিরোনাম
এতদ্বারা চরকাটারী ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাউল এপ্রিল +মে ২০২৫ দুই মাসের জন্য ৮০ কেজি হারে চাল ২৩০ জন জেলে কার্ডধারীদের মাঝে আগামী ১৯ মে বিতরণ করা হবে।