যমুনার কড়াল গ্রাসে পপিত, অন্ধকার আকাশে আলোকিত চাঁদের মত উদ্ধিত,যমুনার বুকে জেগে উঠা দৌলতপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিউন হলো ১ নং চরকাটারী ইউনিয়ন পরিষদ । তবুও শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে অত্যাধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে ইউনিয়নটি ।
ক) নাম –১ নং চরকাটারী ইউনিউন পরিষদ ।
খ) আয়তন – ২৭.৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১৩৮৪৯ জন, পুরুষ-৬৮৭৩জন, মহিলা-৬৯৭৬ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)।
ঘ) গ্রামের সংখ্যা – ১২ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মোটর সাইকেল/বাইসাইকেল/নৌকা/সিএনজি/ঘোড়ার গাড়ী ।
জ) শিক্ষাগত তথ্যঃ-
শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়-11 টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৩টি,
কিন্ডার গার্ডেন-২টি
উচ্চ বিদ্যালয়- ১টি
কারীগরি মহাবিদ্যালয়-১টি
মাদ্রাসা- ৩টি।
মন্দির-১টি
ঈদগাহ মাঠ-৪টি
পাঠাগার-২টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –মোঃ আবুল কালাম আজাদ
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – যমুনার গর্ভে জেগে উঠা বালুচর।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৭/০৭/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ২৭/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম:
করিম মোল্লার পাড়া কামার পাড়া, লকের মোল্লার পাড়া
মনির মোল্লার পাড়া, মনছের মোল্লার পাড়া, বছির মোল্লার পাড়া
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
ত) মানুষের আয়ের উৎসগুলোঃ- চাকুরী, ব্যবসা, কৃষিকাজ, মাঝি, জেলে,গাড়ুয়ান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস